সবাই কে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা | নতুন বছরের সঙ্গে সঙ্গে যেন আমাদের জীবনও
এগিয়ে যায় এক নতুন অধ্যায়ে |
Zindagi ka safar hain yeh kaisa safar koi samjha nahin koi jana nahin
জীবনের অভিযান এ কেমন অভিযান কেউ বুঝতে পারেনি কেউ জানতে পারেনি
আমরা ভাবি কী করেছি, কী করবো, অথবা কী করবো না | আমরা দেখি নতুন স্বপ্ন | নতুন আশায় অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে চলি সময়ের সঙ্গে তাল মিলিয়ে |
Hain yeh kaisi dagar chalte hain saab magar koi samjha nahin koi jana nahin
এই সুদূর পথ ধরে, সবাই যে যায় চলে, তবু বুঝতে পারেনি তবু জানতে পারেনি
আমাদের প্রত্যেকের জীবন আলাদা | একের সঙ্গে যেন অন্যের তুলনা করা যাই না | পৃথক স্বপ্ন, পৃথক রাস্তা আর তার পারিপার্শ্বিকতা | আমাদের মধ্যে কেউ হতে চায় লেখক | কেউ হতে চায় বৈজ্ঞানিক | কেউ বা শিল্পী হতে চায় | কেউ কারুর আগে বা কেউ কারুর পেছনে নয় |
যে যার নিজের সময়ে নিজের পথে এগিয়ে চলেছে |
Zindagi ka safar hain yeh kaisa safar koi samjha nahin koi jana nahin
জীবনের অভিযান এ কেমন অভিযান কেউ বুঝতে পারেনি কেউ জানতে পারেনি
ধরা যাক একজন কেউ চোদ্দ বছর বয়সেই কলেজ পাশ করে গেলো | Brilliant !! অথচ সে চাকরি শুরু করতে আরো সাত বছর দেরি করলো | আবার অন্য একজন college dropout | পড়াশুনো শেষ না করেই নিজের কোম্পানি খুলে ফেললো | তিরিশ বছর বয়েসেই successful কোম্পানি-র CEO | বেশ ভালো |
কোম্পানি-র নেতৃত্ব ছেড়ে দেশের নেতৃত্বে আসা যাক | Obama পঞ্চান্নতে রাষ্ট্রপতির পদ ত্যাগ করলেন | Trump সত্তর বছর বয়েসে সেই পদে মাত্র শুরু করলেন | কিন্তু, তাতেই বা কী আসে -যায় | কেউ ছোট বা কেউ বোরো নয় | কোনো একটা মাপ কাঠিতে সবাইকে মাপা সম্ভব নয় |
Zindagi ko bahot pyar hum ne kiya. Maut se bhi mohabbat nibhayenge hum.
বর ভালোবাসি এ জীবনকে, মৃত্যুকেও সেভাবেই নেবো বরন করে
একটু চিন্তা করলে দেখা যায় যে কিছু লোক বাঁচেই পঞ্ছাশ-ষাট বছর , অথবা আরো কম |প্রায় এক মাস আগে লোকসংগীত জগতের তারকা, কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য এই পৃথিবী ছেড়ে চলে গেলেন , মাত্র ছাপ্পান্ন বছর বয়েসে | অন্য দিকে কেউ আবার পরিপূর্ণ জীবন যাপন করে নব্বই বা একশো বছর বেঁচে থাকে |এই পৃথক পৃথক জীবন-পথের কখন শেষ সেটা কারুরই জানা নেই | তাই যতদিন পথ চলা – “শুভ কর্মপথে ধরো নির্ভয় গান ” |
Roten(2) zamane mein aaye magar, haste(2) zamane se jayenge hum…hu.. hu..hu (2)….
Jayenge phir kidhar, hain kisen yeh khabar, koi samjha nahin koi jana nahin.
কেঁদে (২) আসি মোরা এ জগতে, চলে যাবো তবু আমি হাসিমুখে …হু ..হু…হু.(২)
যাই কোথায় তারপর, কে রাখে সে খবর, কেউ বুঝতে পারেনি কেউ জানতে পারেনি