রশ্মি ভৌমিক
পথের আঁকে বাঁকে
কলসি নিয়ে কাঁখে
রাঙা মাটি-তলে
রাঙা মেয়ে চলে |
ছলকে পরে জল
ভিজলো ধরাতল
মাটির উপর চাপ
নিখুঁত পায়ের ছাপ |
রোদ্দুর আর ছায়ে
আলতা পরা পায়ে
চলে তন্বী কায়া
একলা সাথী ছায়া |
হঠাৎ কালো ঝড়
বুক কাঁপে ধড়ফড়
আঁচল টেনে নেয়
কলসি ঠেলে দেয় |
সেই ঘাত প্রতিঘাতে
বাসনা রাঙা হাতে
কঠোর চেপে ধরা
ফাটল মাটির ঘড়া |
জল রক্তের স্রোত
বহে অক্ষম ক্রোধ
রাঙা শাড়ি ওড়ে
রাঙা মাটির পরে |
মাটির তৈরি মেয়ে
মাটিতে মিশে গিয়ে
নির্দয় ভবের খেলা
সাঙ্গ হলো এইবেলা ||