এই যদি হয় আমার শেষ মুহূর্ত
নেবো বুক ভোরে দীর্ঘ শ্বাস
অতীতের ঘটনার স্মরণ-প্রতিবিম্ব
দেবে পরম আনন্দের আস্বাদ
যদি পাই বাঁচতে আরো কদিন
উপহার পাওয়া প্রতিটি ক্ষনে
তাঁর কৃপা যেন প্রতিফলিত হয়
নিজের সকল কথায় কর্মে
সন্নিকটে মোর চির-উপস্থিত
তাঁর স্নেহশীল, উষ্ণ স্পর্শ
সকাল-সন্ধ্যা করে আলোকিত
সর্বব্যাপী সূর্য-কিরণের মতো
রন্ধ্রে-রন্ধ্রে সে প্রেমানুভূতি
নদীর মতো হয়ে প্রবাহিত
তাদের দিলেন চির-আশীর্বাদ
যাদের জীবন আত্মসমর্পিত
KHUB SUNDAR ANUBHUTI DIYE LEKHA😊🙏🏻💐
Thank you for making me write it :D!!