
উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবেশটি হবার কথা ছিল নর্থ ক্যারোলিনার শার্লট শহরে। কোভিড-১৯ অতিমারির প্রকোপ যথেষ্ট পরিমাণে হ্রাস না পাওয়ায় সাহিত্য পরিষদ গত বছরের মত এবারেও মেঘমিলনের মাধ্যমে সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশ অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত তারিখেই – অক্টোবরের নয় ও দশ তারিখ, ২০২১, শনি ও রোববার।
সম্পূর্ণ অনলাইনে পরিবেশিত এই সমাবেশে যোগ দেয়ার জন্য জুম ভিডিও এপ্লিকেশন
ব্যবহার করতে হবে। এই এপ্লিকেশনটি বিনামূল্যে পাওয়া যাবে জুমের ওয়েবসাইটে ।
নিবন্ধনের জন্য কোন চাঁদা ধার্য করা হয়নি এবারেও। তবে এবার সমাবেশে যোগ দেয়ার জন্য নিবন্ধন আবশ্যক।নিবন্ধিত অতিথিগণ সমাবেশে যোগ দেবার জুম লিঙ্ক পাবেন যথাসময়ে ই-মেইল মারফত। সমাবেশের কার্যক্রম সরাসরি আন্তর্জালে সম্প্রচারিত হবে। মেঘ অধিবেশনগুলো রেকর্ড করা হবে। নিবন্ধনের শেষ তারিখ সেপ্টেম্বর ৩০, ২০২১।
এই সংগঠন এবং সমাবেশের মূল লক্ষ্য বাংলাদেশ ও ভারতের বাইরে বিভিন্ন দেশে বসবাসরত সকল অনাবাসী বাঙালি সাহিত্যা্মোদীদের একটি প্ল্যাটফর্মে এনে দাঁড় করানো যেখান থেকে পারস্পরিক সাহিত্যচর্চার সংবাদ বিনিময় করতে পারবেন তাঁরা, পরস্পর পরপ্পস্পরের সৃষ্টি সম্পর্কে অবগত হবেন এবং অনাবাসে লেখার চর্চা, প্রকাশনা ও প্রচারের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করতে পারবেন।এই যোগাযোগ ও পর্যালোচনা সকল অনাবাসী সাহিত্যিককে কোন না কোন ভাবে সমৃদ্ধ করবে – সকল অনাবাসী সাহিত্যরসিক বাঙালির একটি মিলিত ও জোরালো কন্ঠ সৃষ্টি হবে যা তৃতীয় বাংলার কন্ঠস্বর বলে পরিচিত হবে।